আমরা কম্পিউটারে যে মাউস ব্যবহার করি তা যদি আমাদের মোবাইলে ব্যবহার করতে করতে পারি তাহলে কেমন হবে ? এখন বর্তমানে যে হাই কোয়ালিটির মোবাইল গুলা আসতেছে তার মধ্যে চাইলেই আপনি কম্পিউটারের মত করে মাউস ব্যবহার করতে পারেন।
মাউস ব্যবহার করার অন্যতম সুবিধা হল মোবাইলের স্ক্রিনের উপর প্রেসার কমবে আর আপনার হাতের আঙুলের উপরও প্রেসার কমবে। কিভাবে মোবাইলে মাউস ব্যবহার করবেন চলুন দেখে নেয়া যাক।
 এর জন্য শর্ত ২ টিঃ

১। আপনার মাউস হতে হবে USB মাউস।
২। আপনার ফোন OTG supported হতে হবে।
এর জন্য যা লাগবেঃ
১। মোবাইল।
২। OTG কেবল।
৩। মাউস।
প্রথমে আপনার মাউসটিকে OTG কেবলের সাথে যুক্ত করুন, তারপর মোবাইলেত চার্জিং পয়েন্টে OTG কেবলের অন্য প্রান্ত যুক্ত করুন। তারপর দেখুন আপনার ফোনের স্ক্রিনে মাউস পয়েন্টার শো করছে। কানেক্ট করার পর কয়েক সেকেন্ড সময় লাগতে পারে। এখন মজায় মজায় মোবাইল ব্যবহার করুন মাউস দিয়ে। বিশেষ করে ট্যাব এ ব্যবহার করতে বেশি মজা।