ফেসবুকে আজকাল কারনে অকারনে যে
কথাটি বেশি ব্যবহৃত হয় সেটা হলো লুল
(LOL!)। কেউ বা জেনে এবং
অধিকাংশই না জেনে শব্দটি ব্যবহার
করে থাকে। কিছুদিন আগে সদ্য ফেসবুক
ব্যবহারকারী আমার এক বান্ধবী হন্তদন্ত
হয়ে আমাকে ফোন দিয়ে বলে, দোস্ত
লুল মানে কি রে? আমি বললাম কেন
কি হয়েছে? সে বলে কোন এক ছেলে
নাকি তাকে লুল বলেছে! আমি বললাম,
এটা আর এমন কী? তোকে অন্তত
প্রেমের প্রস্তাব দেয়নি, তাই
আপাততো নিশ্চিন্তে থাক। মানুষ এই
শব্দটি ফেসবুকে এমনিতেই কারনে
অকারনে ব্যবহার করে, আমিও মাঝে
মাঝে করি। আজ হঠাৎ করে আমার
ভাতিজা আমাকে জিজ্ঞাসা করে
বসেছে যে, চাচ্চু লুল মানে কি? একে
তো আর কিছু উত্তর না দিয়ে পারা
যায় না। যাহোক, গুগলের কল্যাণে যে
উত্তরটুকু পেলাম তার সারমর্ম মোটামুটি
এরকম-
LOL হলো একটি ইন্টারনেট Slang
(অপভাষা) যার মানে হলো Laughing/
Laugh Out Loud বা বাংলায় বলতে
গেলে এর মানে দাড়ায় - উচ্চ শব্দে
হাসা। শব্দটি Usenet এ সর্বপ্রথম ব্যবহৃত
হলেও পরবর্তি সময়ে ইন্টারনেট
সামাজিক মাধ্যমগুলোতে ব্যাপক
হারে ছড়িয়ে পড়ে। বাংলাদেশের
অবস্থা বলতে গেলে তো ব্যাপক
থেকে মারাত্বক। তবে শুধু LOL বাদ
দিলেও আরও কিছু স্ল্যাং কিন্তু
সামাজিক মাধ্যমে ব্যবহৃত হচ্ছে
যেগুলো সম্পর্কে বেশি না জানার
কারনে আমাদের দেশে সেগুলো ব্যবহৃত
হয় না। যেমন-
এতো গেলো ইংরেজি স্ল্যাং, এবার
এরকম একটা বাংলা স্ল্যাং বিষয়ে
জানা যাক। বছর কয়েক আগে একটা
আর্টিকেলে পড়েছিলাম হাহালুখুগে
শব্দটি। যার মানে হলো হাসতে
হাসতে লুঙ্গি খুলে গেলো! আমার মনে
হয় এটা লুল কথাটির চেয়ে কোন অংশে
কম মজাদার নয়। যদিও মেয়েদের
ব্যবহারের ক্ষেত্রে কিছুটা সমস্যা
আছে। তবে তারা চাইলে এটাকে
সামান্য মোডিফাই করে
হাহাপ্যাখুগে (হাসতে হাসতে প্যান্ট
(মেয়েরা ছেলেদের চাইতে এখন
প্যান্ট কোন অংশ কম ব্যবহার করে না,
তবে অন্যকিছুও হতে পারে) খুলে
গেলো!) ব্যবহার করতে পারেন। লুল
কথাটির মানে এখন আমাদের কাছে
পরিষ্কার হয়ে গেলেও না জানার
কারনে এর যে সমস্ত অপব্যবহারগুলো
আমরা ইতিমধ্যেই করে ফেলেছি-
আর একটা রান করতে পারলেই
মুশফিকের সেঞ্চুরী হয়ে যেতো, LOL!!
ভাবুন একবার কথাটি, আপনি যদি
বাংলায় কাউকে বলতে যেতেন যে
আর একটা রান করলেই মুশফিকের
সেঞ্চুরী হয়ে যেতো তাহলে সেটা
বলা শেষ করে নিশ্চয় একটা উচ্চস্বরে
হাসি দিতেন না। শুধুমাত্র এটাই না,
কদ্দুসের বাবাটা খুব অল্প বয়সেই মারা
গেলা রে, LOL!!
দশ বছরের মধ্যে আজকেই মনে হয়
সবচেয়ে বিধ্বংসী ঝড় হলো, LOL!!
ঝড়ে কাকার বাসার টিনের চাল
উড়ে গেছে, LOL!!
সচেতনরা একবার চিন্তা করে দেখুন,
এগুলো কি সত্যিই লুল বলার মতো কিছু?
কিছু কিছু পোলাপাইনের অবস্থা এমন
হয়ে দাড়িয়েছে কথায় কথায় লুল
এরকম কথাটি ব্যবহার করতে না পারলে
তাদের চুলকানি শুরু হয়ে যায়। তবে
আবাল পুলাপাইন যাই করুক, সচেতনদের
কাছ থেকে শব্দের অপব্যবহার কাম্য
নয়।
0 Comments