মানবজীবনে সৌজন্যবোধের গুরুত্ব : সৌজন্যবোধ অনুচ্ছেদ লিখন ২০২০

মানব চরিত্রের ইতিবাচক ও মানবিক গুণাবলির মার্জিততম প্রকাশই হলো সৌজন্যবোধ। শৈশবে আত্মসংযম ও মার্জিত প্রকাশভঙ্গি অনুশীলনের ফল সৌজন্যেবোধের মাধ্যমে প্রকাশিত হয়। এটি মানুষের প্রাত্যহিক জীবনযাত্রায় আচরিত এমন কিছু অনুসরণযোগ্য বিষয়, যার সাহায্যে মানুষের জীবন চলার পথ হয়ে উঠে সুন্দর, নির্মল ও রুচিস্নিগ্ধ। এটি মানব চরিত্রের মহৎ গুণ এবং জীবনকে আদর্শমানে পৌঁছানোর অন্যতম পন্থা। অরণ্যচারী জীবন পেরিয়ে মানুষ যখন থেকে সমাজবদ্ধ হলো, তখন থেকে তার আচরণে সৌজন্যবোধের প্রকাশ জরুরি হয়ে পড়ে। যে সমাজের লোকজনের সৌজন্যবোধের চর্চা যত বেশি, সে সমাজকে তত সভ্য ও মার্জিত বলে গণ্য করা হয়। আধুনিক সমাজে তথাকথিত স্পষ্টবাদীরা সামাজিক শিষ্টাচার ও ব্যক্তিগত সৌজন্যবোধকে পদদলিত করে একেক সময় রূঢ় ভাষণে লোকসমাজ কে নিজেদের অসাধারণত্ব জাহির করে। অথচ সেই সত্য বাক্যটিকে সৌজন্যতার সাথে মার্জিত বাক্য বিন্যাসে প্রকাশ করতে পারলে তার যথার্থই সর্বজনগ্রাহ্য হয়ে উঠতে পারে। সৌজন্যবোধের চর্চা মানুষকে প্রবল ও দৃঢ় এক ইতিবাচক মানসিক শক্তিতে বলীয়ান করে তোলে, যার ফলে মানুষের আচরণ হয়ে উঠে সকলের অনুকরণীয়। সৌজন্যবোধের চর্চায় গড়া ব্যক্তিত্বসম্পন্ন মানুষ যাবতীয় রুক্ষ ও উদ্ধত আচরণকে সচেতনভাবে পরিহার করে চলে। ফলে সহজেই সে সকলের আপন হয়ে উঠে। সৌজন্যবোধের চর্চা মানবচরিত্রকে সুষমামণ্ডিত করে তোলে। তাই আমাদের উচিত, সৌজন্যবোধের লালন ও চর্চার মাধ্যমে মানবিকতার উদ্বোধন ঘটিয়ে নির্মল ও আদর্শ সমাজ গঠনের পথে অগ্রসর হওয়া।

মানবজীবনে সৌজন্যবোধের গুরুত্ব : সৌজন্যবোধ অনুচ্ছেদ লিখন ২০২০


Courtesy is the most elegant expression of the positive and human qualities of human character. The results of the practice of self-control and elegant expression in childhood are expressed through courtesy. These are some of the things that can be followed in the daily life of the people, with the help of which the way of life of the people becomes beautiful, pure and tasteful. It is a great quality of human character and one of the ways to reach the ideal of life. Ever since man became socialized beyond the forest life, it has become necessary to show courtesy in his behavior. The more the people of a society practice courtesy, the more civilized and elegant the society is considered to be. In modern society, the so-called outspoken people trample on social etiquette and personal courtesy and at times, in rude speeches, assert their uniqueness to the people. However, if that true sentence can be expressed in an elegant sentence format with courtesy, its truth can become universally accepted. The practice of courtesy empowers people with a strong and strong positive mental energy, which makes human behavior exemplary. People with a personality built on the practice of courtesy consciously avoid all rough and arrogant behavior. As a result, he easily became everyone's friend. The practice of courtesy beautifies human character. Therefore, we should, through the cultivation and practice of courtesy, inaugurate humanity and move forward on the path of building a pure and ideal society.

Post a Comment

0 Comments