একদম নতুন পদ্ধতি] অ্যান্ড্রয়েডে নেট কানেকশান অন রাখলেও যাতে করে ডাটা কেটে না নেয় তার জন্য ব্যবস্থা নিন
বর্তমান বিশ্বে অ্যান্ড্রয়েড বেশ জনপ্রিয় হয়ে ওঠেছে। কারন সস্তায় পাওয়া যায় বলে এটা আরো বেশি জনপ্রিয় হয়েছে। কিন্তু অ্যান্ড্রয়েডের প্রধান সমস্যা হল এতে নেট Connection দিলেই অকারণে এমবি ফুরিয়ে যায়। ব্যবহার কারীদের সমস্যার কথা বিবেচনা করে আজকে আমার এই টিউন। চলুন দেখে নেয়া যাকঃ
অ্যান্ড্রয়েডে অনেক অ্যাপলিকেশান আছে যেগুলো নেট Connection পেলেই আপডেট হতে শুরু করে। যার ফলে অকারণে মেগাবাইট শেষ হয়ে যায়।
এরকম সমস্যা থেকে পরিত্রান পেতে নিচের স্টেপগুলো ফলো করুন
নিয়ম
→ প্রথমে Settings এ যান
→ তারপর Data Counter এ যান।
→ এবার Option এ ক্লিক করুন
→ এবার দেখুন Auto Sync Data নামে একটা Option আছে। এটার মধ্যে টিক দেওয়া আছে
→ টিক টা তুলে দিন।
→ এবার দেখুন আর এমবি কাটবে না।
0 Comments