- নারহোয়েল (Narwhal) এক প্রকার তিমি মাছ। যার দাঁত ৮ ফিট লম্বা হয়ে থাকে।
- পৃথিবীর মানুষের মোট ওজোন, পৃথিবীর পিপড়ার মোট ওজোনের সমান।

- আইসক্রিম সর্বপ্রথম চীনে তৈরী হয়েছিল, তাও খ্রীস্টের জন্মের ২০০০ বছর আগে।

- পৃথিবীর প্রথম নভোচারী কিন্তু মানুষ নয়, একটি কুকুর।

- শিম্পাঞ্জি অন্যান্য প্রাণীর চেয়ে (মানুষ ছাড়া) বেশী যন্ত্রপাতি ব্যবহার করতে পারে।

- কিং কোবড়া পৃথিবীর একমাত্র সাপ যে বাসা বাধে।

- বিড়ালের দেহের স্বাভাবিক তাপমাত্রা ১০০.৪ ডিগ্রী ফারেনহাইট থেকে ১০২.৫ ডিগ্রী ফারেনহাইট।

- জিরাফের লম্বা গলায় মোট ৭টি হাড় আছে।

- বৃদ্ধি ও পরিস্ফুরনের সময় মানবদেহে প্রতি মিনিটে ৩০০ মিলিয়ন নতুন কোষ উৎপন্ন হয়।

- E.Coli(ই.কলি)নামক ব্যাকটিরিয়ায় ডি.এন.এ.(DNA)এর দৈর্ঘ্য প্রায় ১.৫ কিমি।

- একজন পরিণত মানুষের দেহে কোশের সংখ্যা প্রায় ৭৫ ট্রিলিয়ন(৭৫×১০12)।

- মানুষের ডি.এন.এ.(DNA)এর মোট দৈর্ঘ্য পৃথিবী থেকে সূর্যে ৭০বার যাতায়াতের সমান।

- বৃহত্তম ক্যাকটাস সাগুয়ারো(saguaro)প্রায় ৬তলা বাড়ির সমান উঁচু।
- হাড়ের মধ্যে ৭৫% জল।

- প্রতিদিন প্রায় ৪০০ গ্যালন রক্ত কিডনির মাধ্যমে পরিস্রুত হয়।

- শ্বাস ত্যাগের পরেও ফুসফুসে ০.৫লিটার বায়ু থেকে যায়।

- সবথেকে লম্বা ঘাস হল বাঁশ।

- পায়রা অতিবেগুনি রশ্মি দেখতে পায়।

- সুপারি গাছের কান্ডের কাঠ স্টিলের চেয়ে অনেক বেশী শক্ত ও ঘাত সহ।

- মানুষের আঙ্গুলের ছাপ মস্তিস্কের থেকেও বেশী তথ্য বহন করে।

- মানুষের নখ বৃদ্ধির মধ্যে মধ্যমার নখ সবথেকে দ্রুত বাড়ে এবং বৃদ্ধাঙ্গুলির নখ সবথেকে কম বাড়ে।

- প্রজাপতির চোখের সংখ্যা ১২০০টি।

- আপেল খেতে যতই স্বাদ লাগুক, জেনে নিন, আপেলের ৮৪ ভাগই পানি।

- একটা ৬ বছরের বাচ্চা দিনে গড়ে প্রায়৩০০ বারের মতো হাসে!! আর একজন পরিপূর্ণ/ প্রাপ্তবয়স্ক মানুষ দিনে হাসেন গড়ে ১৫-১০০ বার!!

- এক কাপ কফিতে ১০০-এরও বেশি রাসায়নিক পদার্থ আছে।

- গরুকে সিঁড়ি দিয়ে ওপরে উঠানো যায় কিন্তু নিচে নামানো যায় না ।

- চিংড়ি শুধু পিছনের দিকে সাঁতার দিতে পারে