ব্লগার হলো একটি ফ্রি ব্লগ শেয়ারিং সার্ভিস, যেটি তার ব্যবহারকারীদের টেক্স, ছবি এবং ভিডিও প্রকাশ করার সুবিধা প্রদান করে।
Blogger (ব্লগার) কি?
ব্লগার Google কর্তৃক হোস্টকৃত অর্থাৎ Blogger দিয়ে ওয়েবসাইট Open করলে এক্সট্রা কোন হোস্টিং কোম্পানি থেকে হোস্টিং নিতে হয়না। ব্লগার এর সাব ডোমেইন হলো blogspot.com. এছাড়া ব্লগার সাইটে Custom ডোমেইন add করার সুযোগও আছে। বর্তমানে Blogger Google এর মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। বর্তমানে একটি ব্লগার ওয়েবসাইটে একাধিকজন লেখা-লেখি করতে পারে। ব্লগারের নিজস্ব ডিফল্ট টেম্পলেট ছাড়াও বর্তমানে ব্লগারে custom টেম্পলেট ব্যবহারের সুযোগ দিয়েছে। ব্লগারে contact with admin, আর্কাইভ, কমেন্ট করার সুবিধাসহ আরো অনেক সুবিধা পাওয়া যায়। বর্তমানে ব্লগারে adsense ব্যবহার করে আয় করারও সুযোগ আছে। Android ও iOS এ ব্লগার available আছে।
- [message]
- Definition of Blogger
ব্লগার হলো একটি ফ্রি ব্লগ শেয়ারিং সার্ভিস, যেটি তার ব্যবহারকারীদের টেক্স, ছবি এবং ভিডিও প্রকাশ করার সুবিধা প্রদান করে।
ব্লগার এর ইতিহাসঃ
ব্লগার পাইরা ল্যাব দ্বারা ২৩শে আগস্ট ১৯৯৯ সালে যাত্রা শুরু করে। প্রথম ফ্রি ব্লগ প্রকাশনা প্রতিষ্ঠান হিসেবে এটি তখন জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছিলো। পরে ২০০৩ সালের ফেব্রুয়ারী মাসে Google কিনে নেয়। ২০০৪ সালের অক্টোবর মাসে পাইরা ল্যাব এর co-founder, Evan Williams, Google ত্যাগ করে। ২০০৪ সালে Google, Picasa ক্রয় করে। এটি পিকাসা এবং এর ফটো শেয়ারিং ইউটিলিটি হ্যালোকে ব্লগারে একীভূত করে, যা ব্যবহারকারীদের তাদের ব্লগে ফটো পোস্ট করতে দেয়। ২০০৪ সালের মে মাসে ব্লগার তাদের সাইটে বেশ কিছু নতুন ফিচার নিয়ে আছে। ২০০৬ সালের আগস্ট মাসে ব্লগার তাদের বিটা ভার্সন প্রকাশ করে। এছাড়াও ব্লগারে আরো অনেক পরিবর্তন সাধিত হয়েছে।
ব্লগারে উপলব্ধ ভাষাঃ
২০১৬ সাল পর্যন্ত ব্লগার ৬০টি ভাষায় উপলব্ধ আছে। ভাষা গুলো হলো..
আফ্রিকান, আমহারিক, আরবী, বাস্ক, বাংলা, বুলগেরিয়ান, কাতালান, চাইনিজ (হংকং), চীনা (সরলীকৃত), চীনা (প্রচলিত), ক্রোয়েশিয়ান, চেক, ডেনিশ, ডাচ, ইংরেজি (যুক্তরাজ্য), ইংরেজি (মার্কিন যুক্তরাষ্ট্র), এস্তোনীয়, ফিলিপিনো, ফিনিশ, ফরাসি, গ্যালিশিয়ান, জার্মান, গ্রীক, গুজরাটি, হিব্রু, হিন্দি, হাঙ্গেরীয়, আইসল্যান্ডীয়, ইন্দোনেশিয়ান, ইতালিয়ান, জাপানি, কান্নাদা, কোরিয়ান, লাত্ভীয়, লিথুয়ানিয়ান, মালে, মালায়ালাম, মারাঠি, নরওয়েজিয়ান, ফার্সি, পোলিশ, পর্তুগিজ (ব্রাজিল), পর্তুগিজ (পর্তুগাল), রোমানিয়ান, রাশিয়ান, সার্বীয়, স্লোভাক, স্লোভেনীয়, স্পেনীয় (লাতিন আমেরিকা), স্পেনীয় (স্পেন), সোয়াহিলি, সুইডিশ, তামিল, তেলেগু, থাই, তুর্কী, ইউক্রেনীয়, উর্দু, ভিয়েতনামী, এবং জুলু।
ব্লগার এড্রেসঃ
সাধারণত ব্লগার এর সাব-ডোমেইন হিসেবে blogspot.com এটি ব্যবহৃত হয়ে থাকে। তবে কিছু কিছু দেশে এই ডোমেইনটি রি-ডিরেক্ট হয়ে যায়, যেমন blogname.blogspot.com এটি রি-ডিরেক্ট হয়ে blogname.blogspot.ca হবে কানাডায়, blogname.blogspot.co.uk হবে যুক্তরাজ্যে, blogname.blogspot.in হবে ভারতে।
ব্লকিংঃ
নিম্নের দেশ গুলোতে ব্লগার বেশ কয়েকবার ব্লক করা হয়েছিলো।
কিউবা, পিজি, ভারত, ইরান, কাজাখস্তান, Kyrgyzstan, পাকিস্তান, চায়না, রাশিয়া, সৌদি আরব, তুর্কি, ভিয়েতনাম, ইয়েমেন।
সীমাবদ্ধতাঃ
ব্লগারে নিম্ন বর্ণিত কিছু সীমাবদ্ধতা রয়েছে। যেমন
- Blog description – 500 characters max; (Hyper Text Markup Language not supported)
- Number of blogs – 100 blogs per account (অর্থাৎ একটি জিমেইল থেকে ১০০টি ব্লগ সাইট open করা যাবে।)
- Number of labels – 5,000 unique labels per blog (an increase from the original 2,000), 20 unique labels per post (with at most 200 characters)
- Number of pictures – Ordinarily, up to 1 GB of total storage, shared with Picasa Web. If you've upgraded to Google+, your photos will be stored in Google Photos, where you have 15 GB of storage space shared with Gmail and Drive. However, if one has signed up for Google+ account, images less than 16 megapixels (4920 × 3264)[34] would not be counted to this storage limit. For users not signed up for Google+, 800 × 800 pixels and below images would not be included in this storage space.
- Number of posts – There is no limit on the number of posts one can have in one blog. However, only 50 posts can be published per day before a user is required to go through a check process.
- Size of pages – Individual pages (the main page of a blog or archive pages) are limited to 1 MB.
- Size of pictures – If posted via Blogger Mobile, limited 250 KB per picture; posted pictures are scaled to 1600px.
- Number of pages – There is no limit on the number of pages you can have on one blog.
- Team members (those who can write to a blog) – 100 invitations per blog.
- Favicon – Any square image less than 100 KB.
- Account suspension: if a site is violating any terms of service, it may be suspended by Blogger without any notice. Repeated violations may lead to Google account suspension.
- Private blogs are limited to only 100 members.
(Source: Wikipedia)
শেষ কথাঃ উপরের তথ্যগুলো উইকিপিডিয়া থেকে সংগৃহিত করা হয়েছে। উপরের তথ্যের মধ্যে কোনো ভূল-ত্রুটি থাকলে আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা সংশোধন করবো। ধন্যবাদ
0 Comments