ক্রোম ব্রাউজারে লাইট মোডে ব্রাউজিং করে আপনার ডেটা বাঁচান!



আমরা সবাই জানি ক্রোম ব্রাউজার দিয়ে ইন্টারনেট ব্রাউজ করলে অনেক বেশি পরিমাণ ডেটা ইউজ হয়। এই বেশি পরিমাণে ডেটা ইউজের ক্ষেত্রে ক্রোম ব্রাউজারের কোনো দোষ নেই। এই বেশি পরিমাণ ডেটা ইউজের কারণ হলো এখনকার অনেক ভারী ভারী ওয়েবসাইট গুলো। ভারী ভারী ওয়েবসাইট গুলো লোড করতে গিয়েই অধিক পরিমাণে ডেটা ইউজ হয়ে যায়। অনেকেই হয়তো ভাবতে পারেন এই সমস্যার কোনো সমাধান নেই! কিন্তু ব্যাপারটা মোটেও এরকম না। অবিশ্বাস্য হলেও এটি সত্যি যে ক্রোম ব্রাউজারে লাইট মোড এনাবল করে ওয়েব ব্রাউজিং করলে আপনার ৬০ শতাংশ পর্যন্ত ডেটা বেঁচে যেতে পারে। ক্রোম ব্রাউজারে লাইট মোড এনাবল করা থাকলে ওয়েবপেজে থাকা অপ্রয়োজনীয় কন্টেন্ট গুলো ক্রোম ব্রাউজার লোড করা থেকে বিরত থাকে। এছাড়া লাইট মোড এ ক্যাশ ফাইল থেকে অনেক বেশি পরিমাণ কন্টেন্ট লোড করা হয়। ফলস্বরূপ আপনার অনেক পরিমাণ ডেটা বেঁচে যায়। সেলুলার মোবাইল ডেটা ইউজারদের ক্ষেত্রে এটা আসলেই দরকারি। তো আপনিও যদি লাইট মোড এনবল করে আপনার ডেটা বাঁচাতে চান তাহলে এই আর্টিকেল ফলো করে লাইট মোড এনাবল করতে পারেন।
ক্রোম ব্রাউজারে লাইট মোড এনাবল করার জন্য নিচের স্টেপগুলো একটির পর একটি ফলো করুন।


How To Enable Chrome Browser Lite Mode Browsing?

স্টেপ ১: প্রথমেই আপনার ফোনের হোম স্কিন থেকে অথবা অ্যাপ ড্রয়ার থেকে ক্রোম ব্রাউজার ওপেন করুন।
স্টেপ ২: এবার ক্রোম ব্রাউজার স্কিনের টপ রাইট কর্নারে থাকা থ্রি ডট মেনুতে ক্লিক করুন।


স্টেপ ৩: থ্রি ডট মেনুতে ক্লিক করে মেনু ওপেন করার পর মেনু থেকে সেটিংস অপশন এ ক্লিক করুন।


স্টেপ ৪: সেটিংস ওপেন হলে সেটিংস পেজের একেবারে নিচের দিকে স্ক্রল করে লাইট মোড অপশন এ ক্লিক করুন।


স্টেপ ৫: লাইট মোড পেজে দেখুন টপ রাইট কর্নারে একটি টগল আছে সেটাতে ক্লিক করে টগল টা অন করে দিন।


এখন থেকে ওয়েব ব্রাউজিং ক্রোম আপনার যথাসম্ভব ডেটা বাঁচিয়ে রাখবে। পরবর্তীতে কি পরিমান ডেটা সেভ হলো সেটা দেখার জন্য সেটিংস থেকে আবারো লাইট মোড অপশন এ প্রবেশ করলেই সেটা দেখতে পাওয়া যাবে।

আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তাছাড়া না বোঝারও কোনো কারণ নেই। বিষয়টি একেবারেই সিম্পল।

Post a Comment

0 Comments